অঘ্রাণের চিঠি .- . কামরুল হাসান কামু’র কবিতা

0
288

অঘ্রাণের চিঠি
.. কামরুল হাসান কামু

যদি আকাশ বেয়ে নেমে আসে অঘ্রাণের চিঠি
এই মাঠ,নদীর কিনারে,
শুকে নিবো তার ঘ্রাণ,ভোরের কুসুম কুসুম আলোতে।
মরা বাঁশপাতার ওপর উড়ে আসে চিঠি
ডুমুরের ফলে শিশিরধৌত সকালে
ভেজা আলপথ,নৌকার গলুই,পালের দড়ি বেয়ে।
অরুন্ধতী,মনে পড়ে?
কুয়াশায় মাখো মাখো মেঠো পথ,
ভেজা বকুলতলা,কিছু মনে পড়ে?
হিমের সকালে ঘুঘুডাকা,বিরহের স্কুলপথ
এই অঘ্রাণে চিঠি লিখো,সে সব কথা বলে।
বলো সেইসব কথা,জোছনাপোহানো মাঠ
সমেস্বরীর শীতলতম বেদনার্ত গৃহের কথা
বলো সেইসব কথা,বাসিচাড়ির শান্ত জল;
খুব দুঃখী সেসব সকালের কথা
এই অঘ্রাণ কেমন করে আকাশ বেয়ে নিয়ে আসে?

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপাখি – আগমণী ধর এর কবিতা
পরবর্তী নিবন্ধকৃষিকদের আরো আধুনিকায়ন করা হবে -কৃষি মন্ত্রী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে