অণুজীব-শিশুর অপেক্ষায় – কবি অসিত কর্মকার এর কবিতা

0
723
Asit Karmakar

অণুজীব-শিশুর অপেক্ষায় || অসিত কর্মকার

আর কোনোদিন পিছু ছাড়বে না
প্রজন্ম প্রজন্ম ধরে রয়ে যাবে মানুষের সাথে
তোমরা দেখে নিও একদিন।

শুক্রে শুক্রে পাবে তার লেশ
অবলার ডিম্বকোষই হবে নিরাপদ আশ্রয়স্থল,
ভূমিষ্ঠ হলেই নেবে মানুষের বেশ।

যদি বিশ্বাস নাই করো,তবে
ল্যাবে আরএনএ পরীক্ষা করাও,বলে দেবে
অণুজীব-যুক্ত কী দারুণ শিশু!

তখন দুঃখ কোরোনা,
শুধু এই ছোট্ট কথাটা মনে রেখো
বিষে কিসে বিষের ভয়।

২৭-০৫-২০২০ ইং

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপৃথিবীর মুখোশ – কবি আসাদজামান এর কবিতা
পরবর্তী নিবন্ধআলো-ছায়া-মানুষ – কবি কাজী বদর উদ্দীন এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে