“অতঃপর”
কবি নাসিমা হক মুক্তা
আজ চাঁদ ছিল
তারাও জ্বলছিল
বাতাসের রঙ জমছিলো
তবে কেন তুমি আমি জ্বলি না?
ডোবাজলে ব্যাঙগুলো খেলছিল
পুকুরের মাছগুলো ডুক গিলছিল
গাছগুলো দুলছিল মধুর সমীরণে
তবে তুমি আমি খেলি না কেন?
বাবুই চড়ুই দোয়েল শ্যামা ওরা বাসা পাতে
ডিম পাড়ে, আবার জন্মও দেয়
নদীও সাগরে এসে মিলিত হয়, জোয়ারে ছুটে দুরে
অতঃপর তুমি আমি ছুটি না কেন?
Advertisement