“অনাহুত আর্তনাত” — সুমন দত্ত
সবাই দেখে স্বপ্ন, আমি দেখি শুধু ছায়া চারিপাশে।
সবাই দেখে হাসি মধু চাঁদ, আমি দেখি ঘন আঁধার কষ্টের আর্তনাত।
সবাই খেলা খেলে, ইচ্ছে করেই জাল ফেলে, শিকারী শিকার ধরে, হুলো বিড়াল ঈঁদুর মারে।
সবাই ব্যবসা করে, মানুষকে পন্য করে।
কিছু মানুষ রাজনীতি করে, অসহায় মানুষ ঘর ছাড়ে।
এতকিছু দেখে আমি বিষন্ন থাকি, জীবন কি এমনই ফাঁকি।
Advertisement