অন্ধকার ভালোবাসি
চন্দ্রশিলা ছন্দা
বিকট শব্দে জেগে ওঠা ভূগোলোক
তারও আগে আঘাত হেনেছিল অন্ধকার
সময়ের বাতাসে
আঘাতে আঘাতে শব্দের উৎপত্তি
আমার ঈশ্বর তবে কে? অন্ধকার নাকি আঘাত?
এই সব দ্বন্দ্বে জেগে উঠি আমিও আড়মোড়া ভেঙে
জীবনকে বহন করি কাঁধ থেকে কাঁধে
এভাবেই ভালোবাসি দাস হই
খোলার থেকে বন্ধ চোখে স্পষ্ট হয় যাতনার বোধ।
রাতভর চাষাবাদ চলে মস্তিষ্কের ফসলী মাঠে
ঘরে ঘরে ঈশ্বরির অন্ধকার কারখানায়
ঘাম ঝরায় শ্রমিক সকল
এখন আর দ্বন্দ্বে ভুগি না মোটেও
বুঝেছি অন্ধকার আমার স্রষ্ঠা হলে আর্দশ আঘাত।
অন্ধকার সুবহানাল্লাহু, আঘাত মুহাম্মদ
আল্লাহকে ভালোবাসি
আঁধার অতিক্রম করে আলোতে আসি
মুহাম্মদকে ভালোবাসি
আঘাতে আঁধারে জাগি একা…
কবিতা চাষি।
Advertisement