“অন্ধ নিরঞ্জন” -আজাদুর রহমানের কবিতা

0
371
www.natorekantho.com আজাদুর

অন্ধ নিরঞ্জন
-আজাদুর রহমান

বখে যাওয়া বৃক্ষরাজি,
ওদের উরুদেশ, বগলের বল্কল
ফসল এবং ফসিল,
শরমবিদ্যার কপাট খুলে
খসে পড়া ফসলের ওড়না, অথবা
টাল খাওয়া এই গতকালের সুর্য
-এরাই মূলতঃ গাঞ্জা খেয়েছে।
ওদের চোখ লাল
ওদের পা টলছে।

আমি ঠিক আছি।
আমার গলা বেয়ে নেমে যাচ্ছে
কফির শেষ চুমুক।
জানি না, কিভাবে ঢুকে পড়েছি্লাম,
পৃথিবীর প্যান্ডেলে-
এখানে প্রচুর মানুষ,
কাহিনি ভেংগে যেতে পারে-এই ভয়ে
তারা প্রচুর মিথ্যে বলছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“দেবী”- আবু জাফর সিদ্দিকী’র কবিতা
পরবর্তী নিবন্ধ“বড় দেরী করি আমি “- ওয়াহিদ জালালের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে