“অপরাহ্নের হোলি”- রত্না চক্রবর্তী’র কবিতা

0
599
রত্না চক্রবর্তী
বিভাগ-কবিতা
অপরাহ্নের হোলি
রত্না চক্রবর্তী

অনেক ছল করে নিয়েছ তুমি,
তোমার সাথে খেলব না আর আমি,
মনের সাধে সাজিয়েছি রঙ্গোলী
তোমার সাথে খেলব না আর হোলি।
মাধব তোমার অনেক সখির মাঝে
আমায় তুমি খুঁজেছো একবারও?
সাথি তোমার একার বুঝি আছে !
আমার সখা আসবে না কক্ষণো?
ফাগুয়াতে আবির নিয়ে হাতে
প্রতীক্ষায় যুগের পরে যুগ,
বসন্তবায় জ্বালায় আমার প্রাণ
হাহাকার পোড়ায় আমার বুক।
ছেঁড়াপাল ভাঙা নৌকার হাল,
হৃদয় মাঝে অশান্ত ঘূর্ণি
, অপেক্ষাতে ক্লান্ত আমার মন
কার আহ্বান হঠাৎ যেন শুনি।
দিনের শেষ অপরাহ্ন বেলা
আকাশ জুড়ে তখন আবির খেলা
তখন সে এলো আমার দ্বারে
রঙে রঙে দিলো আমায় ভ’রে।
এখন আমার পূর্ণ হয়েছে হোলি,
এখন আমি গোপাল সাথে খেলি,
গোপাল মাখায় অস্তরাগের ফাগ ,
তোমার উপর আর তো নেই রাগ ।
ভালোলাগার আর এক নতুন সুখ
প্রশান্তিতে ভরা আমার বুক।।

রত্না চক্রবর্তী

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“উৎসব”- সুবীর সরকারের কবিতা
পরবর্তী নিবন্ধ“দিন”- কামাল খাঁ,’র ছড়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে