অবশেষে পুলিশ তৎপরতায় নাটোরের প্রবেশ পথগুলো বন্ধ

0
770
Korona

নাটোর কণ্ঠ,

অবশেষে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নাটোর জেলার সবকটি মহাসড়কের প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ। সবকটি রাস্তার উৎসমুখে অবস্থান নিয়ে জেলা থেকে অন্য জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে জরুরী প্রয়োজনের কোনো যানবাহন ছাড়া সকল ধরনের যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বিশেষ করে নাটোর-ঢাকা মহাসড়কের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক, নাটোর-বগুড়া মহাসড়ক, নাটোর রাজশাহী মহাসড়ক এবং নাটোর পাবনা মহাসড়ক সকল স্থানেই অবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে অসহায় স্কুলছাত্রী ফুলমতিকে হুইল চেয়ার দিলেন ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী
পরবর্তী নিবন্ধএকটি ফোন কল অতঃপর খাদ্যসামগ্রী হাজির ফরমায়েশ দাতার বাসায়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে