“অবয়ব”
কবি ফাহমিদা সুহা
নিতু,জানো?
আমার রুটিন বাঁধা নেই…
তোমার আঁচল জড়ানো কোমর ছুঁয়ে!
তবে,রোজ-
তুরন্ত ঊষা,বিছানা ছেড়ে যুগল প্রেমে হেলে পড়ে!
আমারও তো সংসার হয়েছে?
তাই দায়িত্ব নিয়ে অপলক যৌবন গিলে খাই!
কখনও-মাথা নত করে নিষধ প্রাচীর চুমো খেয়ে,
অতীত হাতরে পিপাসায় ঠোঁট রাখি।
শান্ত নদীর তটে…
-“তৃপ্তি আছে”?
প্রশ্ন’টায় লজ্জা দিওনা!
আমি প্রয়োজন বুঝি, ভালোবাসা খুঁজিনা…
জানো তো-নিতু?
দুপুরের ডালভাত গিলেও-
উপশিরা জুড়ে তোমায় পাবার বিজ্ঞাপণ চলে!
উত্তপ্ত লাবডাব শব্দা’টা এমনই বলে…
অথচ,মুঠোবদ্ধ আঙ্গুল জড়িয়ে রাখি,
চুরুটের গায়।
পুরো পাঞ্জাবি ছড়িয়ে ছাই,
গন্ধ থাকে জিহ্ব’টায়!
দীর্ঘশ্বাস ছেড়ে,আরও সাতপাঁচ ভেবে…
আনমনে- স্টপার আটকে এক দীর্ঘ সপাট-তান…
কন্ঠ বাঁকিয়ে দিলেম,
রীড জাপটে চিৎকার!
চোখ খুলে বেলো টানতে যাবো-
অমনি তুমি দাঁড়িয়ে,
লালশাড়ি জড়িয়ে।
গা ভর্তি সুখ!
আঁচল,কুচি,সিলিং পাখার গায়ের জোরে দুলছে;
এ-পার ওপার।
অর্থ বুঝতে চাইনি…
হাত থেমে গেলো,
কন্ঠ চুপসে গেলো,
মস্তিষ্কের নির্গত অভিযোগ উন্মুক্ত হলো।
প্রশ্নের চালবাজিতে আটকাতে যাবো-
অমনি আমি ঘরবদ্ধ,
আগের সেই অগোছালো… একা !