“অভিমান” – রবিন খান
অভিমান গুলো জমতে জমতে
যখন মনের আকাশ
ঘনকালো মেঘে ঢেকে যায়…
যখন এক পশলা বৃষ্টি
আবশ্যক হয়ে পড়ে…
তখনই তুমি বৃষ্টি হয়ে
ঝড়ে পড়ো আমার উঠোনে..
ভিজিয়ে দিয়ে যাও
ভালবাসা দিয়ে..
রংধনু হেসে ওঠে
মনের আকাশ জুড়ে…!
তোমার ক্ষনিকের উপস্থিতি
আমাকে দেয়
দ্বীর্ঘসময়ের প্রশান্তি…!
আমার পৃথিবীজুড়ে
যার বসবাস
তাকে কোন নামে সিক্ত করব..!
তাকে কোন উপমায়
মুল্যায়ন করব..!
জানা নেই আমার…!
তুমিই বলে দাও
কে তুমি আমার..!
লেখকঃ সাংবাদিক রবিন খান
Advertisement