অসমাপ্ত আত্মজীবনী,– আমার / আমিনুল ইসলাম

0
285
আমিনুল কবি

অসমাপ্ত আত্মজীবনী,– আমার / আমিনুল ইসলাম

আমার এ জীবনটা বাংলাদেশের টেস্ট ক্রিকেট
একটা জয়ের আগে অনেকবার হারতে হয়
হারের কথা লুকিয়ে রাখি হার্ড ডিস্কে
কিন্তু জয়ের কথা ফাঁস করে দেয় ফেসবুক!

হে হার, হে বেদনা, শুধু তোমাদেরই নয়,
বড় ব্যবধানে হারাবো একদিন মৃত্যুকেও
যেভাবে বীরশ্রেষ্ঠ নুরমোহাম্মদের বুকের কাছে
হেরে গিয়েছিল নিয়াজীবাহিনীর ব্রাশফায়ার!

কিন্তু তার আগে আরও অনেকবার হারতে
হবে আমাকে, হারতে হবে, আমি জানি।

হে অসাফল্য, আমি ক্রীজ ছেড়ে যাচ্ছি না।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাঘবন ও ষোলোআনার উপাখ্যান-অমিতকুমার বিশ্বাস
পরবর্তী নিবন্ধ“সাম্পানওয়ালা” – মোহাম্মদ সেলিমের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে