আগুনে পুড়ে যাওয়া সেই পরিবারে, বস্ত্র পাঠালেন এসআই মিঠুন।

0
456
news

নাটোর কণ্ঠ : চলতি মাসের ছয় তারিখে নাটোর কণ্ঠ অনলাইনে “নাটোরে অগ্নিকান্ডে নিঃস্ব দুই পরিবার, খোলা আকাশের নিচে” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয় এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটি মানবিক আবেদন করা হয়েছিল।

সংবাদটি পড়ে ডিবির এসআই মিঠুন সরকার রিংকু, নাটোর কণ্ঠের সাথে যোগাযোগ করেন এবং সেই পরিবারের মাঝে বস্ত্র পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানান। নাটোর কণ্ঠ পরিবারের মাধ্যমে এস আই রিংকুর দেওয়া বস্ত্র পৌঁছে দেওয়া হল। নাটোর কণ্ঠ পরিবারের পক্ষ থেকে মিঠুন সরকার রিংকু এর দীর্ঘায়ু কামনা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকুসুম কুসুম প্রেম -কবি মেরিন নাজনীন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় প্রশাসনের উদ্দোগে সাপ্তাহিক কাঁচা বাজার খোলা জায়গায় স্থানান্তর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে