নাটোর কণ্ঠ : চলতি মাসের ছয় তারিখে নাটোর কণ্ঠ অনলাইনে “নাটোরে অগ্নিকান্ডে নিঃস্ব দুই পরিবার, খোলা আকাশের নিচে” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয় এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটি মানবিক আবেদন করা হয়েছিল।
সংবাদটি পড়ে ডিবির এসআই মিঠুন সরকার রিংকু, নাটোর কণ্ঠের সাথে যোগাযোগ করেন এবং সেই পরিবারের মাঝে বস্ত্র পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানান। নাটোর কণ্ঠ পরিবারের মাধ্যমে এস আই রিংকুর দেওয়া বস্ত্র পৌঁছে দেওয়া হল। নাটোর কণ্ঠ পরিবারের পক্ষ থেকে মিঠুন সরকার রিংকু এর দীর্ঘায়ু কামনা।
Advertisement