আগুনে পুড়ে যাওয়া সেই পরিবারে পাশে “জাগো বাহে কোনঠে সবায়”

0
583
news

নাটোর কণ্ঠ : নাটোরের হরিশপুর ইউনিয়নের রাজাপুর কামারদিয়ার গ্রামে, অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর ভস্মিভূত হয়। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে অসহায় পরিবার দুটি, সহায়তার হাত বাড়িয়েছিলেন।
অসহায় দুটি পরিবারের সাহায্যার্থে, সামর্থ্যবান ও প্রশাসনের সহযোগিতা কামনা করে একটি মানবিক আবেদন করেছিলেন নাটোর কন্ঠ, মানবিকতার ডাকে সাড়া দিয়ে “জাগো বাহে কোনঠে সবায়” সংগঠন, দুটি পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেছেন ।

news

সাংগঠকরা জানান, সদর উপজেলার মধ্যে যে যেখান থেকে আমাদের সাথে ফোনে যোগাযোগ করছে, তাদের কাছেই আমাদের সংগঠনের পক্ষ থেকে পৌছে দেওয়া হচ্ছে খাদ্য।

নাটোরের সচেতন মহল ও সুশীল সমাজের নাগরিক এই সংগঠনকে সাধুবাদ জানিয়েছেন। নাটোর কণ্ঠ পরিবারের পক্ষ থেকে সংগঠনটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি সাময়িকভাবে, শুকনো খাবার দিয়েছেন এবং উপজেলা প্রশাসক ত্রাণের টিন প্রদানের আশ্বাস দিয়েছেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমনুষ্যত্ব – রুদ্র অয়ন এর কবিতা
পরবর্তী নিবন্ধপৃথিবী আবার শান্ত হবে -কবি চিন্ময় সরকার’এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে