আদর ও অপমানের কবিতা
সুবীর সরকার
লণ্ঠন নামিয়ে রাখা একটা হাট।
এখন সব উপেক্ষা করতে শিখে
গেছি
উপেক্ষা জড়িয়ে ধরে আর অপমান তো
আদরের মতো
ছোলা ও গুড় খেয়ে পালিয়ে গেছে জর্মান্ধ
পাখিরা
কতবার মুদ্রণপ্রমাদ!
কতবার সাদা পাতায় ভূল
অংক।
শিস ভেঙে যাওয়া বলপেনে হিসেব লিখে
রাখি
কচুপাতায় চোখের জল।
একটিও লম্বা রেসের ঘোড়া খুঁজে পাচ্ছি
না
Advertisement