আদৃতা
-আগমণী ধর
অনিরুদ্ধ কাঁপা কাঁপা কন্ঠে বলল হেরে যাচ্ছি আমি আদৃতা।
অন্ধকারাবৃত হয়ে যাচ্ছে চারিদিক।
নিশ্চলতা অনাকাঙ্ক্ষিতভাবে গ্রাস করে নিচ্ছে আমাকে।
আমায় পথ দেখাবে এমন তেজস্বিনী কে আছে বল,বলনা আদৃতা।
তমসাচ্ছন্ন রাত্রিবেলা কাটেনা আমার।
দিবসব্যাপী হাহাকার প্রাণজুড়ে হুঁহুঁ কান্না ছড়ায়।
একি হতাশা, একি উন্মাদনা আমাকে গ্রাস করে নিচ্ছে।
আমি পারিনা স্বার্থত্যাগী হতে, পারছিনা সহাস্যমুখে নিত্যধাম প্রাণমন্দিরে বিচরণ করতে।
ঘুচে না পাওয়ার বাসনা।অবসান নিশ্চিত জেনেও দৃশ্যপট তাকেই বসাতে চায় কেন্দ্র বিন্দুতে।
আদৃতা কিছুতো বল।
অনিরুদ্ধ ছেলেবেলায় খেলাঘরে ভেঙে যাওয়া মাটির পুতুল আদৃতাকে প্রশ্নবাণে বিদ্ধ করে।
আদৃতা কিচ্ছু বলতে পারে না অথচ অপলক চাহনিতে সাহস যোগায় অনিরুদ্ধের ভাঙা বুকপাঁজরে।
Advertisement