“আমন্ত্রণ” কবি সুরজিত সরকার‘এর কবিতা

0
692
www.natorekantho.com

“আমন্ত্রণ”

কবি সুরজিত সরকার

আবার এসো বন্ধু আমাদের ছোট্ট এ গাঁয়ে
হারাতে বসা সবুজ, রুখবো মোরা এই ক’জনায়;
গ্রীষ্মের কালে এসো, এসো বর্ষায়।
আম চিড়ে খাওয়াব, দুলে নৌকায়।
তোমাদের তরে থাকি পথ চেয়ে,
সবুজে মাতব মোরা বছর জুড়ে।
দেখবে এখানে আমায়,
ভবানীর আশ্রয়ে বনলতার মায়ায়।
আসো যদি মিত্র আমার, শ্যামল বাংলায়।
ঋতুচক্র দেখবে কেমন বদলায়।
বর্ষার পাটের গন্ধ থেকে,
বসন্তের ঝড়া পাতা কোকিল গান।
সব কিছু পাবে তুমি কোমল মায়ায়।
এসো তবে সখা তুমি আমার গাঁয়,
পথ চেয়ে বসিলাম আজি অবেলায়।

১৩.০২.২০২০ ইং

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“বাকখালী নদীর বাঁকে” শাহিনা রঞ্জু‘এর ভ্রমণ কাহিনী
পরবর্তী নিবন্ধ“মৃন্ময়ীর ভালবাসা”-আব্দুল মতিনের ছোট গল্প

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে