আমরা মৃত্যুর লোক
আসাদজামান
মৃত্যুতো আপনই, মিছে তার গায়েবানা শোক
রঙে রঙে ভুলে গেছি, আমরা মৃত্যুর লোক।
বাঁচার আকুতি যেন জীবনকে ঘিরে—
প্রতিটি প্রানের জন্ম,
মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে।
দমেই জীবন বুঝি দমেই শেষ, মৃত্যুকে দূরে ঠ্যালে জীবনের বেশ।
পুড়ে পুড়ে কাঠ তার কয়লা দহন
মৃত্যুর লুকোচুরি খেলছে জীবন।
জীবনের দ্বারে ওঁৎ পেতে থাকে, মৃত্যু হাঙর
ছাপাতে মৃত্যু তরী,
এ জীবন করে চলে মায়াবী নোঙর।
দিনক্ষণ ঠিকঠাক শুধু মিছে শোক
আবেগে ভুলেছে জীবন, আমরা মৃত্যুর লোক।
Advertisement