আমরা শংকর-২ /জান্নাত লাবণ্য
জি আমরা শংকর। আমাদের বংশের কোন ঠিক নেই, জাতের কোন ঠিক নেই, ধর্মের কোন ঠিক নেই। তাই ধর্মীয় আচার পালনের কোন পরিমন্ডল নেই। সব ধর্মীয় বোধ মিলে জগাখিঁচুড়ি করে আমরা পালন করি। আমাদের স্বভাব, আচার আচরণের কোন সীমানা নেই। আমরা ভালোর ভালো, খারাপের জন্য খুব খারাপ। খুব নোংরা, খুব অশুভ ও অশুদ্ধ আমাদের স্বভাব।
করোনা এসে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, আমরা স্বভাবগত ভাবে কতটা বিচিত্র।
যেমন-
★ আমাদের দেশে আসলেই কতজন এই ভাইরাসে আক্রান্ত, তা নিয়ে আছে সংশয়। সাধারণ মানুষ ধারণা করছে, সঠিক তথ্য গোপন রাখছে সরকার।আমারা অবিশ্বাস করছি।
★বিভিন্ন দেশের মানুষ তাদের ধর্ম ও খাদ্যাভাসের কারনে এই ভাইরাস দিয়ে বেশি আক্রান্ত হচ্ছে এটা আমরা বিশ্বাস করছি। কারন আমরা অন্য ধর্ম ও জাতির প্রতি অবজ্ঞাকারী।
★আমরা কুসংস্কারে আক্রান্ত। এ কারনে করোনা থেকে মুক্ত থাকার উদ্ভট সব যুক্তি নিয়ে বেঁচে আছি।
★আমারা অতিথি পরায়ন। ফলে যে দেশ থেকে ইচ্ছা মানুষ জন এখনও আমাদের দেশে আসার সুযোগ পাচ্ছে।
★আমরা আত্মবিশ্বাসী। পৃথিবীর সব দেশ যখন নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে। বাড়ি থেকে সাধারণ মানুষের বের হওয়াতে নিষেধাজ্ঞা জারি করছে। সেখানে আমরা সব কিছু স্বাভাবিক রেখেছি।
★আমদের মনোবল দৃঢ়। কেননা ব্যক্তিগত ভাবেও সচেতনতার খুব অভাব। সরকার বিদ্যালয় বন্ধ করছে না। আমরাও বেশিরভাগ শিশুদের স্কুলে পাঠাচ্ছি। কিছুদিন না গেলে বিদ্যাসাগরের নাম ডুবাবে আমাদের সন্তানেরা।
★ আমাদের দেশপ্রেম প্রবল। এমনি সময় দেশে আসার সুযোগ না হলেও, বাঁচি মরি অবস্থায় আমরা দেশে ফিরে আসতে ব্যকুল।
★ আমরা স্বার্থপর ও হুজুগে। পরিচ্ছন্নতা সংক্রান্ত জিনিস পত্র কেনা কাটা করতে গিয়ে তুলকালাম বাধিয়ে ফেলছি।
★ব্যবসা কীভাবে করতে হয় তা মনে হয় বাঙালিরাই জানে। সুযোগ ও চাহিদা দেখলেই আমরা সবকিছুর সংকট তৈরি ও দাম বাড়িয়ে ফেলতে ওস্তাদ।
★আমরা সুযোগসন্ধানী। এয়ারপোর্টে নাকি ৫০০ টাকার বিনিময়ে সুস্থতার সার্টিফিকেট দেওয়া হচ্ছে।
★বেনাপোল সহ বিভিন্ন স্থানে শুধু মাত্র থার্মোমিটার দিয়ে করোনা পরীক্ষা করা হচ্ছে। তাহলে বুঝুন আমরা চেতনার দিক থেকে কতটা অগ্রসর।
★ঢাকা ছাড়া দেশের আর কোথাও করোনা টেষ্টের সামগ্রী নেই। মহামারী শুরু হয়ে গেলে অসুস্থ মানুষ রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। তবুও আমরা জাহির করছি, আমরা মোকাবেলা করতে প্রস্তুত। কারন আমারা সাহসী।
সবাইকে সৃষ্টিকর্তা হেফাজত করুন। এই কামনা করে শেষ করলাম।