“আমাকে ছাড়াও” -কবি শাহিনা রঞ্জু’এর কবিতা

0
829
www.natorekantho.com

“আমাকে ছাড়াও”

কবি শাহিনা রঞ্জু

কতকিছু লিখবো বলে ঠিক করেছি
আবার ভাবছি কী হবে লিখে
এই যে চশমার পাওয়ার বদলাতে হবে
ডাক্তার দেখানো দরকার
এসব যে একদম ভাল্লাগেনা
ইচ্ছেগুলো মরে যাচ্ছে দিন দিন
প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছি
এতে আমার খুব মন খারাপ হয়
আর এই বিষন্ন মনে ঈশ্বরকে ডাকি
ডেকে বলি তোমার সবই সুন্দর
শুধু আমি চলে যাব তাতে
সমুদ্রের ঢেউ বা বৃক্ষের ডাল
অথবা আকাশের কোন তারাদের
কোনকিছুই বদলাবে না।
একদিন আমি থাকবোনা
তবুও সবকিছু প্রতিদিনকার মত থেকে যাবে।
আমি কেউ নই
আমি কারো কিছু নই
তবুও ঈশ্বরের সাথে ঝগড়া করি
অভিমান করি ভয় করি কাঁদি
নতুন নতুন সুর নতুন নতুন গান
প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক
বিশ্ববিদ্যালয়ের আর দেশ বিদেশের সনদগুলো
জমা হয়েছে ঢের
জ্ঞান জমা হয়নি একরত্তিও
শুধু এটুকু ভাল করে জেনেছি
আমাকে ছাড়াও সব ঠিকঠাক চলবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবৈতরণী আবৃত্তি চর্চা কেন্দ্র আয়োজনে “বীরাঙ্গনা কথা” ১৬ ফেব্রুয়ারি আপনি আমন্ত্রিত
পরবর্তী নিবন্ধ”সমুদ্রে সূর্যাস্ত” শাহিনা রঞ্জু‘এর ভ্রমণ কাহিনী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে