“আমার কিসের ভয় বলো”- কবি কাজী আতীক’র কবিতা

0
648
আতিক কাজী-এনকে

আমার কিসের ভয় বলো/
কাজী আতীক।

একদিন- সব সংযোগ, সব যোগসূত্র হারিয়ে যাবে
কেবল এক অস্থিরতা ভয় জড়িয়ে থাকবে অনুভব
আগের কিংবা পরের ভেঙ্গে যাবে সীমারেখা সব
আর তখোন মনে হবে কেবল স্থির হয়েছে সময়।

কেবলই নিমিত্ত আর নিয়ামক
অস্তিত্বহীন মনে হবে বাকিসব,

সবাই অসীমের কথা বলি, অথচ ধারণাটা অস্পস্ট
কেবল সেদিনই অসীমের বাস্তবতা পরিস্ফুট হবে,

যেমন একজনই কেবল প্রেম অনুরাগের
যদিও বিরাগ বিরহেও একজনই কেবল,
একটিই যেমন উৎস কেবল আলো আঁধারের
আর একটিমাত্র শীতল ছায়া উত্তাপ দগ্ধ প্রহরে,

যদিও একটিই মাত্র জলাধার মিটাতে তৃষ্ণা আকণ্ঠ-
‘ওয়ারজুকনা শাফায়া’তাহু’, আমার কিসের ভয় বলো?

(নিউ ইয়র্ক, ১৬ ডিসেম্বর ‘২০১৯)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“ভাই আমার” কবি শিরিন আফরোজ‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ“চোরাবালি” কবি শাহানা আকতার মহুয়া’এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে