আমার কেবলই দেরি হয়ে যায়- দেবাশীষ সরকারে কবিতা

0
728
Debashish Sarker

আমার কেবলই দেরি হয়ে যায়- দেবাশীষ সরকার

আমার কেবলই দেরি হয়ে যায়, শুধুই দেরি। বাস্তবতায় যখন তোমার উপস্থিতি, তখন সেই চিরচেনা আমি কুন্ঠিন্ত জড়তাগ্রস্ত। কৈশোর- যৌবনের দিনগুলোর মতো আজও নতুন করে নিজেকে মেলে ধরতে না পারার অক্ষমতা আমায় তাড়া করে ফিরছে। তোমার হাস্যজ্জ্বল উপস্থিতি আমার ভেতরের চাপা উচ্ছ্বাসকে বাঁধভাঙ্গা জোয়ারের মতো হয়তো ভাসিয়ে নিয়ে যেতে পারতো নতুন এক প্রান্তরে, কিন্তু তপ্ত দুপুরের ক্লান্ত রোদ, ছায়াঘেরা উত্তরা গণ ভবনের অজানা ফুলের সৌরভ, তোমার স্মৃতিময় বাঁকা হাসির ঝিলিক, আমার বুকের ভেতরে জমে থাকা সেই অনমনীয় আবেগ, এক বায়ুহীন শূন্যস্থানে থমকে দাঁড় করিয়ে দিলো।
হারিয়ে যাওয়া ভালোবাসার নতুন শক্তি কোথায়? ফিরে যাবার পথতো বন্ধ, মুক্ত হৃদয়ের বসবাস- সে তো স্বপ্নে- কল্পনায়, বন্ধু! এই ভালো -হারিয়ে যাওয়া সময়ের পথ ধরে আমরা নতুন দুটি পথে খুঁজে নেই অনন্ত সুখ। আর সব বেঁচে থাক হৃদয়ের গহীন অরণ্যে অজানা রহস্য হয়ে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর কণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক
পরবর্তী নিবন্ধঈদের আনন্দ আর কবি নজরুলের ১২১ তম জন্মজয়ন্তী আজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে