আমার ভালোবাসা তোমার আবেগ-জাহিদ হাসান
আবেগের অপর নাম দুঃখ আকাশের এক টুকরো কালো মেঘের নাম আবেগ, প্রবল ঝড়ের নাম আবেগ, প্রবল ঝড় যেমন তার বহিঃ প্রকাশ ঘটিয়ে এক নিমিষে সব শেষ করে দেয়। তেমনি মানুষের জীবনে আবেগ অনেক দুঃখ বয়ে আনে, যার জীবনে আবেগের স্হান বেশী তার সাথে দুঃখের বার বার কোলাকুলি হয়, জীবনে আবেগ কে স্হান দিলে ভালোবাসা কে বিসর্জন দিতে হয় ।আবেগ মানুষকে যেমন হাসায় তেমনি আবার কাদায়ও ।মানুষ তার জীবনে অনেক অপ্রাপ্য জিনিস আবেগের মোহে পেতে চায়, যেমন বামন হয়ে চাদে হাত বাড়ানো তখন আর বুঝতে কষ্ট হবে না তার পিছনে আবেগ অক্লান্ত পরিশ্রম করছে । তখন মানুষটির চোখের জলও অঝর ধারায় আর জল পড়ে না । জীবনে আবেগ আর ভালোবাসা কখনো পাশা পাশি থাকতে পারে না আবেগ মিশ্রিত ভালোবাসা বেশি দিন থাকে না বন্দুরা আজ আমার বলতে বাধা নেই জীবনে ভালোবাসতে হবে আবেগের মোহে নয় মনের ভাসা বুঝতে হবে আবেগ দিয়ে আর নয় ভালোবাসা ।