“আমি তোমার নই” কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
684
Shaheena-Ronju

“আমি তোমার নই”

কবি শাহিনা খাতুন

ভেবেছিলাম বন্ধু তোমায় ভালবাসি
যে পথ দিয়ে যাবে তুমি
সেই পথের ধারে বকুল গাছের তলায়
বসেছিলাম চোখে নিয়ে জল
এ পথ দিয়ে যখন তুমি যাবে
সংগে তোমার যাবোই যাবো আমি
ফেলতে তুমি পারবেনা আমায়।
অপেক্ষা করতে করতে দেখি
সবুজ রঙের কোমল কোমল
অনেক ধানের ক্ষেত
আরও আছে দিগন্ত জোড়া
হলুদ রঙা সরষে ফুলের ক্ষেত
আমি মন হারালাম সবুজ রঙে
আমি মন হারালাম হলুদ রঙে
মন চাইছিল
অমন একটা ধানের ক্ষেত
অমন একটা সরষে ক্ষেত
থাকতো যদি আমার
আইলের বাঁকে বাঁকে হাঁটতাম
আর গাইতে থাকতাম গান
লোকে বলতো বাউলের বাড়ি চল যাই
খাইতে দিতাম পিঠা পুলি
গান শুনাইতাম মনের মত
যাওয়ার কালে দিতাম মুখে পান।
ভাবতে ভাবতে স্বপ্নে বিভোর
হঠাৎ করেই দেখি সূর্য গেছে পাটে
আকাশ হয়েছে লাল
মনের মধ্যে ডুব দিয়ে দেখি
বন্ধুরে ভুলে গেছিলাম এতক্ষণ
পথের দিকে চেয়ে দেখি
প্রাণ বন্ধু এসে আমায় স্বপ্নে বিভোর দেখে
চলে গেছে পুবের দিকে অনেক দুরে।
আমি ছুটে গেলাম বন্ধুর পানে
এতক্ষণে বন্ধু গেছে অনেক দুরে
আমি ছুটতে থাকি ছুটতে থাকি
দেখি বন্ধু আমার দুরে বসে
গাইছে প্রেমের গান
আর আমায় বলছে
লোভের দেশে থাকো তুমি
ভোগের দেশে থাকো তুমি
আমায় ভুলে থাকো তুমি
আমি তোমার নই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“মরীচিকা” -শাপলা জাকিয়া‘র ভৌতিক গল্প – পর্ব-০১
পরবর্তী নিবন্ধবাঘবন ও ষোলোআনার উপাখ্যান-অমিতকুমার বিশ্বাস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে