আর কোনো সত্য নেই- কবি আহমেদ শিপলু’র কবিতা

0
682
Shiplu-nk

আর কোনো সত্য নেই
করোনাকালেরকবিতা-৯
আহমেদ শিপলু

ছড়িয়ে পড়া ডিএনএ’রা জড়ো হবে আবার
অন্য অনেকের অথবা অনেককিছুর সাথে মিলবো আমিও…
সুতরাং মৃত্যু সত্য নয়।

আকাশ সত্য
আকাশের ওপার সত্য নয়
মাটি সত্য
মাটির নীচ সত্য নয়
এরকম ভাবতে ভাবতে মনে পড়ে পড়ে গেলো ঈশ্বরের কথা

পোড়া মাটি সত্য
খাঁজ কাটা মনুমেন্ট, গম্বুজ, চাঁদ, তারা, মোজাইক, শীতল ভবন…
এসকলই সত্য
কেবল মানুষের আঁকা ওইসব কুয়াশা
ধোঁয়া, কুহকী বিদ্যার ডালপালা…
এইসব সত্য নয় বলছিলো যারা
তাদের বুকের খাঁচায় দেবে যাওয়া পেট, কুঁচকে যাওয়া চামড়ায় অনাহারের চিহ্ন

বলছিল
কেবল ক্ষুধা সত্য
আর কোনো সত্য নেই

১৪ এপ্রিল ২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধএসময় সহমর্মিতার – কাজী আতিকের কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় আবারও ২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারান্টানে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে