“আর জানে বুড়ো বটগাছ” কবি শাহিনা খাতুন’এর কবিতা

0
903
www.natorekantho.com

“আর জানে বুড়ো বটগাছ”

কবি শাহিনা খাতুন

মরে যাবো জেনেও বেঁচে থাকতে চাই
সবুজ ঘাসে গানের সুরে তোমার প্রাণে
এতে কোন লাভ নেই অকারণ সব
অকারণ সব কর্মকাণ্ড নিয়ে স্বপ্ন দেখি 
যদি বল সবকিছুই অহেতুক নয়
তবে নতুন করে বলতে হবে 
কী এমন প্রয়োজন আছে 
এত সব আয়োজনের
কেউ একজন তার নাম রেখেছে বকুল 
যদি তাকে প্রিয়তমা বলে ডাকো
সে তোমায় ভালোবেসে ছুঁয়ে দিয়ে যাবে
আর যদি তাকে অবজ্ঞা করে 
পাশ কেটে চলে যাও
তবে তার মন ভেঙে যাবে 
যদি বাউলের সুর অথবা 
ঝরের আর্তচিৎকার শোনা 
মনে রেখো সখিনা জরিনা রহিমা 
কেঁদেছিল কোনো এক কালে
সে কান্নার কোন দাম না পেয়ে
সে চলে গেছে কবে কখন 
সেকথা মনে রাখেনি কেউ
তারপর বাতাসে বয়ে বেড়ানো 
ছড়িয়ে থাকা দুঃখ মনে এসে জমা হয়
হয়তো জানা নেই কে কারে কাঁদায় 
তবে বাতাস তা ঠিকই জানে
আর জানে বুড়ো বটগাছ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমাদক ছেড়ে বই ধরি // আবু জাফর সিদ্দিকী
পরবর্তী নিবন্ধ“হারোনো ফেব্রুআরি” -শাহিনা খাতুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে