আশিকুর রহমানের দুটি কবিতা

0
569
www.natorekantho.com

কাঁথাঘর
-আশিকুর রহমান

কাঁথাঘরে শুয়েই আত্মহত্যা
সহজ শতেক

কাঁথাঘর
জাফরন রেখা
চশমা রঙস্মৃতি
পলাতক ইঁদুরঘাম
পূর্ব পুরুষের পাপ হয়ে ফলে ওঠে

দেয়ালে মৃত্যু বিস্ময় ছায়া

দৃশ্যহীন বর্তমান লুফে লুফে কিছুদূর,
অঙ্গিকার নিয়ে বিশ্বাসপুস্তকে আগুন,
গর্ভের জ্বলন, ব্যর্থ বিষের ঘ্রাণ,
মানুষ হুঁশেই ভ্রষ্ট সহন এক

অনেকেই।
কাঁথাঘর আত্মহত্যার সূতোফুল।

নারীফুল–আশিকুর রহমান

স্মৃতির ভোর জানালায়
নারীফুলের ছাইমুখ গল্প

সে সংসার গায়ে হাওয়া মেখে কলঙ্ক নিভাতো

বিগত অন্ধকারের গল্প শুনিয়ে কখনো আধজল ঈশ্বর তৃষ্ণা এবং চতুর মধু উত্‍সব
গড়েছিলো

সমস্ত অভিশাপ তার কাউকে দেয় নি
এক ভোর আত্মহত্যায়
প্রিয় ঘাতক প্রেমে

হত্যা হতে হতে অসংখ্য ভ্রোমর সন্তানে একা…..

 
Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“চন্দ্রাহত” -রিংকু’র কবিতা
পরবর্তী নিবন্ধ“এসো দেশ দেখি” ভ্রমন কাহিনী -লুৎফুন নাহার তিথি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে