চিঠির খাম
#আসাদজামানের ❤প্রেমের কবিতা —২২
তুমি এখনো সেই আগের মতই আছো
কথাগুলো সব ঠিকঠাক গুছিয়ে বলতে জানো।
তোতলামো কন্ঠে হেয়ালি তোমার গেলনাকো আজও
আমার কথায় এখনও তুমি আগের মতই বাজো ?
পুষছো গাভী, খাচ্ছো দুগ্ধ নিজের মত উদরপূর্তি
দুঃখ বেচে আনছো কিনে , বাজার থেকে হরেক ফূর্তি।
আমি কিন্তু ঠিক ঠিকানায়, চলেছি ফেলে চিঠির খাম
তার উপরে যতন করে লেখা থাকে তোমার নাম।
রাত্রিজাগা কালি ও কলম বিষন্নতার কথা শুনে
জানিনা তোর হৃদয় এখন অন্য কার প্রহর গুনে।
মৌসুম
খোলা আছে দরজা জানালা, মিলছেনা আলো;
চৈতন্য পাখা মেলো ।
বিনা মৌসুমে জন্মায় সব্জি ও ফল, অগোছালো ;
ও স্বাদ কথা বলো।
নিবিড় মমতা কুসুম মুক্তো আদলে,
ঘৃণাই দিও, ভালোবাসা! নাইবা দিলে।
আসাদজামান
৩০.১২.২০১৯
কবিতার গান—–
#আসাদজামান
চোখ বুঁজলেই স্বপ্নেরা নেই
তবুও স্বপ্ন আছে,
স্বপ্ন বুকে এখনো তাই, এখনো মানুষ বাঁচে।
চলতে চলতে কারো স্বপ্ন পথ খুঁজে না পায়
তবুও মন খুঁজে জীবন স্বপ্নের তালিকায়।
চলতি পথে প্রতি জনে জনে
কিছুনা স্বপ্ন থাকে,
স্বপ্ন বুকে তাই বুঝি তাই, এখনো মানুষ বাঁচে।
কারো স্বপ্ন নেয়না কখনো পেরুনো পথের দায়
তবুও মন খুঁজে জীবন স্বপ্নের তালিকায়।
স্বপ্ন দেখে ভালোবেসে যে
সেইতো স্বপ্নবাজ,
চারপাশে যেন সাজানোই থাকে স্বপ্নের কারুকাজ।
তার নাগালে তাইতো জীবন অজানায় হেঁটে যায়
তবু্ও মন খুঁজে জীবন স্বপ্নের তালিকায়।
৩০.১২.২০১৯
শব্দ দূষণ
আসাদজমান এর ❤প্রেমের কবিতা–২১
তুমি কেবল আমায় বুঝো ,
বুঝেনিতো কেউ কোনদিন ,
ভুল করেও ভাবিনিক
শুধতে হবে তোমার ঋণ ।
রাখো তুমি তোমার দু’হাত
আগুন পানি সমান তালে,
তোমার চুমু মিষ্টি যত
মানায় কেবল আমার গালে ।
তোমার বুকে মিছিল যত
নদীর মত কথকতা
যে বুকেতে শব্দ দূষণ
সেই বুকেই নীরবতা ।
২৯.১২.২০১৯