“ইচ্ছা উপসংহৃতি”- কাজী আতীক এর কবিতা

0
940

ইচ্ছা উপসংহৃতি
কাজী আতীক

যারা নন্দনতত্ত্বে বিশারদ তাঁদের থেকে নিন্দাবাদ
আর যারা গুরুমন্ত্রে দীক্ষাপ্রাপ্ত তাঁদের থেকে অভিসম্পাত
কেবল জনান্তিকের কারো থেকে দ্বিধান্বিত সাধুবাদ,
তুমি ‘শাক দিয়ে মাছ ঢেকে’ রাখো
যখোন ইদুর অপবাদ- হুলো বিড়ালের খুব উৎপাত।

রুচির দিগন্ত যদি উন্মোচিত উল্লসিত কলেবরে
তুমি তাকে যতোই বলো নন্দন কারুকাজ
আমি বলবো- কেবল এক নগ্ন উচ্ছ্বাস,
অতএব- তুমি যদি রাজসাক্ষী হতে রাজি হয়ে যাও
আমি দাড়ি কমায় বুঝিয়ে দেবো সব ধিক্কার বিধৃত প্রয়াস।

অনায়াস সৌকর্য আর আয়াস অলংকরণ
যেভাবেই দেখো- ব্যবধান আকাশ সমান
সবাই মুগ্ধ কোলাহল মুখোর আমার নিভৃতচারী অনুভব,
যেমন সাজঘর আর বাসরঘর ব্যবধান আকাশ পাতাল।

তাই শম্ভু মিত্রের ন্যায় নীরব শেষযাত্রারই আকুতি আমার।

(নিউ ইয়র্ক, ৮ ডিসেম্বর ‘২০১৯)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“বড় দেরী করি আমি “- ওয়াহিদ জালালের কবিতা
পরবর্তী নিবন্ধ“সংক্রান্তি “- লিপি চৌধুরী’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে