ইজারাদারকে ২০ হাজার টাকা জড়িমানা, সিংড়া বাজার হাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা

0
386
সিংড়া

 রাজু আহমেদ, সিংড়া, নাটোরকন্ঠ: 

নাটোরের সিংড়া উপজেলা শহরের সাপ্তাহিক হাট অর্নিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার হাট বসে। করোনাভাইরাস এ সচেতনতা বৃদ্ধি ও লোক সমাগম ঠেকাতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর নেতৃত্বে সেনা বাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে হাট বন্ধ ঘোষণা করেন। জানা যায় , বৃহষ্পতিবার সকাল থেকে সিংড়া পৌর শহরের বৃহত্তম সাপ্তাহিক হাটে লোকসমাগমের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়। তারা হাট বন্ধ ঘোষণা করেন ।

এসময় হ্যান্ড মাইকে ব্যবসায়ীদের যথাযথ নিয়ম মেনে বাড়িতে ফেরি করে কাঁচা পণ্য বিক্রয় করার আহবান জানানো হয়। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এই বিশেষ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু, সেনা কর্মকর্তা মেজর ফারাবী,নির্বাহী ম্যাজিস্টেট নাজমুল আলম ও সিংড়া থানা অফিসার ইনর্চাজ নুর-এ আলম সিদ্দিকী। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু জানান, সরকারী আদেশ অমান্য করায় সিংড়া বাজার হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে এবং জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হাট বন্ধ ঘোষনা করা হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাড়ি থেকে বের না হতে নাগরিকদের প্রতি সিংড়া মেয়রের আহবান
পরবর্তী নিবন্ধনাটোরে দুস্থদের মাঝে লাভলী ফাউন্ডেশনের খাদ্য সহায়তা প্রদান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে