তবুও আজ ভালোবাসবো -কবি কাজী জুবেরী মোস্তাক‘এর কবিতা

0
352
Kazi Zuberi Mostak

তবুও আজ ভালোবাসবো

কবি কাজী জুবেরী মোস্তাক

আজ শহর জুড়ে অঝোর ধারায় বৃষ্টি থাক
ভেজা কাকগুলোও আর বেশি ভিজে যাক
বন্ধ হয়ে যাক আজ গাড়ির সব চাকাগুলো
আজ আমি শুধু তোমাতেই লেপ্টে থাকবো ৷
হলে হয়েই যাক আজ হুলিয়া এ শহর জুড়ে
তল্লাশি চৌকি খুলে বসুক সব পথের মোড়ে
অাজ আমি তোমাকে কোত্থাও যেতে দেবনা
আজকে আমার বুকেই হবে তোমার ঠিকানা ৷
এই শহর আজ একেবারে অচল হয়ে যাক
দোকানপাট গুলো সব আজ বন্ধ হয়ে যাক
শুধু খোলা থাকুক রাস্তার ধারে টং দোকান
সেখানে বসে না হয় শোনাবো বে-সুরো গান ৷
রিক্সাগুলো সব বন্ধ থাক আজ শহর জুড়ে
ছুটি থাক ব্যাস্ত শহরের ট্রাফিক সিগন্যালে
আমাদের পায়ে আজ পথ হারাবে এই শহর
যৌথ ভালোবাসাতে আঁকবো সুখের আঁচড় ৷

Advertisement
পূর্ববর্তী নিবন্ধঅদূরে স্নানঘর -কবি বনশ্রী বড়ুয়া রুমি‘এর কবিতা
পরবর্তী নিবন্ধমানুষ কবে মানুষ হবে! -কবি কোহিনুর আকতার‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে