উৎসব
সুবীর সরকার
বড় বড় বাঁশবাগানের ভিতর ঢুকে পড়তে হয়
সেতুর ওপর উৎসব।
বকের ডানায় আলো নিভে এলে হাড়ের পিয়ানো
বাজে
ফেরা তো একপ্রকার গানেরই মতো।
নির্দেশিকা মেনে চললে ভয়ের কিছু
নেই
এগিয়ে আসে কালো দেওয়াল
গাথা ও বিপর্যয় পেরিয়ে হেঁটে যান
তামাকচাষী
Advertisement