এইসব নিয়া অহন সবাই বেশ ভালোই আছি -কবি গোলাম কবির’এর কবিতা

0
152
Golam Kabir

এইসব নিয়া অহন সবাই বেশ ভালোই আছি

কবি গোলাম কবির

ঘুটঘুইট্ট্যা আন্ধাইর রাইতে দেখি
তার চেয়েও আন্ধা মানুষের বিবেক!
কী সুন্দর ফি বছর হজ কইরা আহে,
রমজান আইলে পরে মদিনাশরীফে যাইয়া
ইতেকাফ কইরা আহে অথচ
দেশের ভিৎরে যহন থাহে তখন
করে মাদক চোরাচালানের ব্যবসা!
কায়দা কইরা কচি কচি পোলাপানের
হাতে ধরাইয়া দেয় লাল নীল ট্যাবলেট
ইয়াবা কিংবা ফেন্সিডিলের বোতল!
আহা, পোলাপান গুলা খাইয়া ঝিমাইতে
থাহে কুইচ্চা মুরগির লাহান!
দিন যহন ফরশা হইয়া যায় তহন আবার
সব ঠিকঠাক, দৌড়াইয়া মসজিদে যায়
আজানের শব্দ শুইন্যা, মুখ ভর্তি
চাপদাড়ি সুন্নতি লেবাস পরনে।
কেউ কেউ রোজার মাস আইলে পরে
আর ঘুষের ট্যাকা হাতে ধরেনা,
কয়, ড্রয়ার খোলা আছে ঐখানে দেন!
না দিলে কোনো কাজ হইতে
লাগে ছয়মাস পঁচিশ দিন!
এই তো আমাগো দ্যাশের অবস্থা!
কাউরেই কিচ্ছু কওন যাইবো না, কইলে
পরে ঘাড়ে আর মাথা থাকনের জো নাই,
অথচ দ্যাশে শুনি উন্নয়নের জোয়ার
বইয়া যাইতাছে, যমুনা, পদ্মা ব্রীজ হইয়া
অহন চলতাছে মেট্রোরেল বানানোর
সিজন, সবই আল্লাহর সীমাহীন দানের
ফসল অগো বড়োলোক হওনের!
এইসব নিয়া অহন সবাই
বেশ ভালোই আছি, কি কন মিয়াভাই?

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় যুগান্তরের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধনাটোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকানঘর মুক্তিযোদ্ধা পরিবারে বরাদ্দের দাবি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে