এই গত সন্ধ্যায়
মোর্শেদ লিখন
এই কবে যেন ভুল করে ভুলে গেছি তুমি নেই
তোমাকে চিঠি লিখতে বসলাম
শেষ হলো রাত দু ‘টো বাজে।
খামের উপর তোমার ঠিকানা লিখত গিয়ে মনে হলে
ঐ ঠিকানাটায় এখন আর তুমি থাকো না।
মাঝে সাজে এমন হয়
ভুল করে ইদানিং বড্ড বেশি ভুলে যাই,
ভুলে যাই তুমি আমাকে ভুলে গেছো।
Advertisement