একটি তার ছেঁড়া সংলাপ/ কালিদাস রায়
চেতনানাশক মাদকতা ছড়ায় তোমার গালি।
তোমার গালি খেয়ে ধন্য হই বারবার।
বিষ বৃক্ষে খুঁজে ফিরি অমৃত সম ফল
দেখি তাহা মাকাই ফল।
চারপাশটা কেমন যেন অদেখা মহেঞ্জোদারোর ধংসাবশেষ মনে হয়
মগজে কতদিন বুঝি প্রেমের টনিক পড়ে নাই।
বাকরুদ্ধ হই, ভুলেই গেছি, কবে কখন শুনেছিলাম,
তুমি আমার শারদ সকাল
ঘুমহীন ক্লান্তিহীন তোমাতে
প্রাণে এত তেজ কিভাবে পাও?
এখন ঘরে বাইরে আমি
কড়া নেড়েও দ্বার খোলো না
তুমি আমার করোনা ভাইরাস
সব করেছ শেষ তুমি, তুমি সর্বনাশী।
সেই কবে বসন্ত এসেছিল, ঠিক মনে নেই
নীরবে নয়, পাখীর গুঞ্জনে নয়
একেবারে পায়ের হিল জুতার
খটখট শব্দে, থেটিসকোপ, আর্তের চিৎকারে
বসন্ত এসেছিল।
মনে আমার ক্যান্সার, শুধু নস্টালজিয়ায় ভুগি
বাদামওয়ালা বাদাম দাও, রসওয়ালা ডুঙ্গি।
আমি মাতাল হতে চাই প্রতারণাহীন গন্ধে
ডুবে যেতে চাই কেবল বিশ্বাসের রন্ধ্রে রন্ধ্রে।
Advertisement