একটুও নেই -কবি শাহিনা খাতুন‘এর কবিতা January 8, 2022 0 206 একটুও নেই কবি শাহিনা খাতুন আগের ঠিকানায়ই আছি কোন ফার্নিচার বদল হয়নি ঘরে রঙ করাও হয়নি প্রধান ফটকের ডানপাশের দেয়ালে সাঁইজির হাতে আঁকা ছবিটা ঝোলানো আছে ঠিক আগের মতো। শুধু আমি বদলে গেছি সেই পুরনো আমি আর একটুও নেই। Advertisement