একাকীত্ব
কবি হেমা পাল বর্ধন
শহর জুড়ে বড় কোলাহল!
আমি একটা দ্বীপ খুঁজি
পাহাড়ে ঘেরা সবুজ নিরালা,
যেখানে নিস্তব্ধতায় মগ্ন
গাছেদের সারি আমাদের ঘিরে থাকবে,
কান পাতলে শোনা যাবে পাখিদের কিচিরমিচির
আর জলের শব্দ !
এখানেই বসত গড়বো আমি আর আমার
একাকীত্ব।
সঙ্গী থাকবে একটা বাউন্ডুলে-
কবিতার খাতা আর ক্যানভাস !….
Advertisement