একান্ত আমাদের – দেবাশীষ সরকার এর কবিতা

0
302
Debashish Sarker

একান্ত আমাদের
দেবাশীষ সরকার

বিরুদ্ধ স্রোতে ঢেকে রাখে ক্ষতচিহ্ন
অধরা সময়ে উন্নয়নের গানে মত্ত গণতন্ত্র,
অনবদ্য সংগীত মূর্ছনায় সনদের মালা গলায় ঝুলিয়ে
আমাদের এগিয়ে যাওয়া তেল খনির শ্রমিক হয়ে।

লুটপাট, পুকুর চুরি, সন্ত্রাস, মারপিট, হামলা, ধর্ষণ কিংবা খুন
শব্দগুলোর অর্থ আজ পরিবর্তন হতে চলেছে, যুগের-ই প্রয়োজনে,
নাকি, নাকি শব্দগুলো শুধুই শব্দ সাজিয়ে রাখার জন্য ,
হা হা হা হা স্বরযন্ত্রের চোরা গলিতে গণতন্ত্র আজ খুঁজিছে মুক্তি।

মরে যাও, মরে যাও, কালির ব্যবহার বন্ধ , কলম নির্বাসিত,
আর তুমি আমি আমরা হেঁটে যাবো মৃত্যু অব্দি দৃপ্ত পদক্ষেপে,
হাসি হাসি মুখে গাইবে গান ঐক্যমতের,গণতন্ত্রের অথবা সমাজতন্ত্রের
ধর্মীয় অমোঘ বাণী পড়বে ঝরে। কিন্তু……

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে জোর পুর্বক কৃষকের ফসল কেটে নেওয়ার অভিযোগ
পরবর্তী নিবন্ধজেনে নিন লকডাউনে কি কি মানতে হবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে