একা ফেলে
কবি শাহিনা খাতুন
চুপ করে আছি
ভাবছি সাধুর হাটে
আনন্দের বাজারে যাব,
যেই পথে নামলাম
পথ বলে চলে যাও আগন্তুক
আমি একা থাকতে চাই।
আমার কেউ নেই বলে
রমিজের চায়ের দোকান
কাঁচা সুপারি চমন বাহারের
একখিলি মিষ্টি পান
এরাইতো আমার আপন
আর আজ পানের দোকানের বেঞ্চটা বলেছে
আমায় সে দেখেনি কোনদিন।
এসব মিথ্যাচার আমায় বিভ্রান্ত করে
আমি ঐ দিগন্তে মিশে থাকা
তারাটার সাথে রাত জেগে
কত কত গল্প করেছি
কতবার বলেছি আমার কোন গ্রাম নেই
আমার কোন গলিপথ নেই
আমার কোন বকুল গাছ নেই
তারাটা প্রতিবার চুমু দিয়ে বলেছে
ভালোবাসে সে আমায়
আর আজ সে মুখ ঘুরিয়ে
অন্য নক্ষত্রের দিকেই চেয়ে ছিল
ঠিক লজ্জাহীনের মত
আমায় ভালবাসেনা বলে দিতে পারে
যে কোন সময়।
২০/৩/২০২০
Advertisement