একা বাক্য -কবি আজাদুর রহমান‘এর কবিতা

0
528
আজাদুর রহমান

একা বাক্য

কবি আজাদুর রহমান

আমি অনেক ক্লান্তি নিয়ে হাঁটছি,
কেউ নেবে একটু ধার’,
-এই ধরণের কমজোর বাক্য সাধারণত:
কবুল হয় না।
সবচেয়ে ভাল হয় এই দুর্বল বাক্যটিকে
দ্রুত নিজের দিকে ফিরিয়ে আনা। অন্যথায়
শুধুমাত্র এই অসহায় বাক্যটির কারনে
কোথাও ঠাঁই হবেনা তোমার,
মৃত মাছের মত অবশেষে
তুমি জেনে যাবে
-এটি আসলে একটি সনাতনী বাক্য,
একা বাক্য।
-এর মধ্যে বড়জোর একজন কবি
বার কয়েক নিহত হতে পারেন মাত্র।

সংকলিত -ব্যাগভর্তি রাতের করতালি

Advertisement
উৎসআজাদুর রহমান
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় প্রতিপক্ষের হামলায় কৃষক গুরুত্বর আহত, ১ লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে