এই বইতে কী আছে? আপনি দেড়শো টাকা দিয়া বইটা কেন কিনবেন? মূলত এটা ৫০০ টাকায় কিনলেও আপনার লস নাই। কারণ এখানে সাম্প্রতিক রাজনীতির এমন কিছু স্পর্শকাতর বিষয়ের নির্মোহ এবং জার্নালিস্টিক বিশ্লেষণ রয়েছে, যেসব বিষয় নিয়ে লেখা তো দূরে থাক, কথা বলতেও অনেকে অস্বস্তি বা সঙ্কোচবোধ করেন।
এ বইতে আছে:
১. সংবিধান ও প্রজাতন্ত্রের মালিকানা তর্ক;
২. বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ও বাহাত্তরের দোহাই নিয়ে রাজনীতি;
৩. রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ কেন নেই, সেই প্রশ্ন;
৪. সংবিধানের সংশোধনী বাতিলে বিচার বিভাগের এখতিয়ার কতটুকু?
৫. আমাদের সংবিধান কীভাবে রাষ্ট্রপতিকে ক্ষমতাহীন এবং প্রধানমন্ত্রীকে আনচ্যালেঞ্জড করে রেখেছে?
৬. সংসদ কি সার্বভৌম?
৭. সংবিধানের ৭০ অনুচ্ছেদের ভীতি ও বাস্তবতা;
৮. সংবিধানের যে ষোড়শ সংশোধনী নিয়ে সারা দেশে তুলকালাম কাণ্ড বেঁধে গেলো, তার পূর্বাপর;
৯. সংবিধানের মৌলিক কাঠামোর তর্ক;
১০. ষোড়শ সংশোধনীর রিভিউ ও সাংবিধানিক গোলকধাঁধা;
১১. সিনহার বিদায় ও ‘ব্রোকেন ড্রিম’
১২. বাংলাদেশের রাজনীতিতে সংসদীয় বিরোধী দলের ডায়ালেকটিক;
১৩. সংসদে বিএনপির যাওয়া না যাওয়ার সাংবিধানিক তর্ক ইত্যাদি।
বইটি খুব বেশি বড় নয়। অল্প কথায় অনেক বিষয় তুলে আনার চেষ্টা করেছি। প্রকাশ করেছে ঐতিহ্য। বইমেলায় প্যাভিলিয়ন ১৪।
ধন্যবাদ। – আমীন আল রশীদ