নাটোরকন্ঠ:
নাটোরের প্রথিতযশা সাংবাদিক রেজাউল করিম রেজার প্রথম কাব্য গ্রন্থ “দখল” এবারের একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে। গত শুক্রবার বিকেলে নাটোর পথ বই মেলায় এই “দখল ’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ঠ কবি ও লেখক রহমান হেনরী। কবি কাব্যের প্রতিটি কবিতায় সামজের নানা বৈষম্য শ্রেণি বিভাজন ,নির্যাতন এবং সাধারণ মানুষের আশা আকাংখার পাশাপাশি মানব জীবনের প্রেম ,বিরহ তুলে ধরেছেন আবেগময় আর বাস্তবতার নিরিখে।
কবিতা গ্রন্থটি এখন পাওয়া যাচ্ছে নাটোর বই মেলার ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী, বিশ্ব সাহিত্য কেন্দ্র, মুক্তধারা এবং তাজমহল লাইব্রেরীর স্টলে। আগ্রহীরা সংগ্রহ করতে পারেন।
Advertisement