একুশ থাকুক বুকে বাংলা থাকুক মুখে -আজিজা রুপা‘এর কবিতা

0
361
Aziza Rupa

একুশ থাকুক বুকে বাংলা থাকুক মুখে

আজিজা রুপা

যে ভাষায় বললে কথা প্রশান্তি আনে প্রাণে
যে ভাষায় বললে কথা মিষ্টি লাগে কানে।
যে ভাষায় বললে কথা বুঝে সকল জনে।
যে ভাষায় বললে কথা দোলা লাগে মনে
সে আমার মায়ের ভাষা বাংলা বলে জানে সর্বজনে
সে ভাষাই রয়েছে সর্ব্বোচ্চ সম্মান নিয়ে আজি বিশ্ব প্রাঙ্গনে
সে ভাষাই মর্যাদা ছিনিয়েছিল এক সমুদ্র রক্তের বাণে
১৯৫২ এর একুশে ফেব্রুয়ারিতে রক্ত দিয়ে
শপথ করেছিলাম বলব কথা শুধু মোরা এই বাংলাতেই
যুগের তালে যাই ভুলে মোরা সেই শপথ,
ভাষা মোদের হারিয়ে যায় হাওয়ার তালে তালে
তাই চল বলি আজ সকলে একি সাথে-
একুশ থাকুক নিত্য বুকে,
বাংলা থাকুক নিত্য মুখে।
একুশ থাকুক গর্বে শীরে,
একুশ থাকুক শ্রদ্ধা ভরে।
প্রজন্ম থেকে প্রজন্ম জুড়ে।
বাংলা আমার ভাষা, আমার ভালোবাসা

Advertisement
পূর্ববর্তী নিবন্ধভাষা আন্দোলনে নারীর ভূমিকা -সাফিয়া খন্দকার রেখা
পরবর্তী নিবন্ধগৌরবোজ্জ্বল ভাষা -মাহফুজা আরা পলক‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে