একুশ ভাবনার অমরত্ব/ কাজী আতীকের কবিতা

0
385
Qazi-Atiq

একুশ ভাবনার অমরত্ব/
কাজী আতীক।

যেনো খড়গ নেমে এলো-
যদি বলা হয়- সবাই বাতাসে ভর দিয়ে হাঁটো,
অথবা যদি বলা হয় মা’কে বাবা বলে ডাকো,

কিংবা হয়তো- বলা হলো
মাটিতেও ভর দিয়ে হাঁটতে পারো
তবে পা’ নয় হাতের সাহায্যে কেবল,

আসলে এরকমই উদ্ভট কিছু বলা হয়েছিলো,
বলা হয়েছিলো আমাদের মুখ দিয়ে আর যা হয় হোক
উচ্চারিত যেনো হয়না কেবল বংলা হরফেরর শব্দ!,

হ্যাঁ- যেনো বললেই হলো? অতঃপর-
সেই রক্তফাগুন আগুন হয়ে ছড়িয়ে পড়লো দিক্বিদিক,
বাঁধা পেলে যেমন তীব্রতর হয় স্রোতস্বিনী, জলপ্রপাত,
ঠিক তেমনি- তুচ্ছ করে সব বাঁধার পাহাড়-
‘অক্ষর বাংলা’ই গড়ে দিলো ভিত্তি প্রিয় ‘জয় বাংলা’র।

(নিউ ইয়র্ক, ১৩ ফেব্রুয়ারি, ‘২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“ভালবাসার ফেরিওয়ালা”- আবু জাফর সিদ্দিকী
পরবর্তী নিবন্ধমাদক ছেড়ে বই ধরি // আবু জাফর সিদ্দিকী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে