“এসব কোন কথা নয়”-কবি শাহিনা রঞ্জু’র কবিতা

0
760
www.natorekantho.com

“এসব কোন কথা নয়”-শাহিনা রঞ্জু’র কবিতা

কারে যেন খুঁজে বেড়াই
মনে মনে সারাক্ষণ
তারেই শুধু ভালবাসি
ভাবতে পার যা চায় মন।
লোকে দেখে অফিসে যাই
সভা করি গল্প করি
করিডোরে হেটে যাই
নথিপত্রের কাজ করি।
গান গাই গল্প লিখি
হাটি চলি ফুর্তি করি
কবিতা নিয়ে সময় কাটাই
আসলে এসব কিছুই নয়।
কখনওবা ওসব ফেলে
কানতে আমি বসে যাই
কেউ বোঝেনা মনে মনে
তাঁরে শুধু খুঁজে বেড়াই।
তোমরা দেখ কথা বলি
এসব কোন কথা নয়
বুকের মধ্যের যত কথা
শুনতে পাবার উপায় নাই।
তাইতো আমি পথে পথে
নিজেরে খুঁজে বেড়াই
পাইতাম যদি শাহিনা কেগো
দিবানিশি কান্দিয়ে যায়।
কে গো তুমি কোথায় থাক
একবার সামনে আস
দেখা দিয়ে পরান খুলে
বল ভালবাসো।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“শকুন্তলা “- অনুপম সৌরিশ সরকারের কবিতা
পরবর্তী নিবন্ধএকুশে ফেব্রুয়ারিতে নাটোরের কবিদের কবিতা নিয়ে আসছে নাজমুল হাসানের “আবহ”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে