এসময় সহমর্মিতার-
কাজী আতিক।
কিছু কাজ- কিছু অলস বিলাস, ঠিক অবসর নয়
তবে অবসরের মতো কিংবা সংঘাত সময়ে যেমন-
খণ্ড অখণ্ড নয়, সময়ের অবসন্ন প্রহর,
আদালতের রায় কিংবা কোনো নির্বাহী ফরমান নয়
অথচ আজ বহুদিন গৃহবন্দী যাপনে
যদিও স্বেচ্ছায় তবে অনিচ্ছা স্বত্বেও,
দরোজায় তালা নেই, পাহারাও নেই বাইরে
তবু পালাবার উপায় নেই কোনো
এইতো- ইদানীং আমি, এইতো ইদানীং জীবন,
এবং জানি- এরকমই হয়তো সবারই কাহিনী
কেউ হয়তো কর্মহীন ঘরে, কেউ হয়তো ঘরেও কর্মব্যস্ত,
তবে সকলেই গৃহবন্দী যাপনে- যে যার মতো।
এইযে এখোন এক ভিন্ন ধারার আকাল সময়
অতীতের কোনো মহামারি- মন্বন্তরের মতো নয়,
কেনোনা তখোন ভয়ে জড়ো হতো মানুষ একাট্টা হয়ে,
আর এখোন ভয়ে আলাদা হতে হয়, ছুঁয়াচে এড়াতে।
যে তুমি কেবল আড়ালে আবডালে লুকোচুরি আমাকে দেখো
স্মৃতি হাতড়ে পাওকি খোঁজ কোনো অনুরণন বিহ্বল সংযোগ?
যেমন- নিমগ্ন বেলা অবেলা কিংবা অনুরূপ স্বপ্নালু অনুভব!
আসলে- বাস্তবে কি হয়? লক্ষ্মীন্দর মৃত্যুঞ্জয়- বেহুলা প্রণয়!
কখোন যে কার অনুক্রম? কখোন যে কার পালাবদল সময়?
অতএব- এসময় সহমর্মিতার, এসময়ে অভিমান যৌক্তিক নয়।
আসলে- এসময় অকুতোভয় হবার, এসময়ে তাই লুকোচুরি নয়।
(নিউ ইয়র্ক, ১৫ এপ্রিল ‘২০২০)