“এসো খোলা মাঠে”
ছড়াকার কামাল খাঁ
লেবুর গাছে ফুল ফুটেছে শাদা
লেবুর আছে আলাদা মর্যাদা।
কিন্তু ফুলের কেউ রাখে না খোঁজ,
আমি কেবল ফুলকে দেখি রোজ।
ধানের আখের পাটের আছে ফুল
লতায় লতায় পুষ্পেরা খায় ঝুল।
বনে বনে নানান ফুলের বাহার,
মৌমাছিরা মধু করে আহার।
পথের পাশে ফাগুন এলে খোকা
দেখবে চেয়ে ভাঁটফুলেরি থোকা।
মাঠের অচিন ফুলকে ভালোবেসো
তুমি খোকা খোলা মাঠে এসো।
দেখবে আরো হরেক ঘাসে ঘাসে
ফুল ফুটে সব খিলখিলিয়ে হাসে,
চুপটি করে বোসো তারি পাশে,
টেনে নিও গন্ধটা নিঃশ্বাসে।
Advertisement