এ কেমন সময় -কবি সুপ্তি জামান‘এর কবিতা

0
454
Shupti Jaman

এ কেমন সময়

কবি সুপ্তি জামান

অফিসে যাওয়ার তাড়া নেই
সবকিছু বন্ধ
আমি চাইলেই ঘুমিয়ে থাকতে পারি ইচ্ছে মতো
অথচ রোজকার নিয়মে উঠে পড়ি খুব সকালে
কতজন মরল আজ সারা বিশ্বে
কতজন বাংলাদেশে
কতজন নতুন করে শনাক্ত হলো
কিসব উদ্ভট আজব ডাটা তাড়া করে দিনমান।
হাতে কোন কাজ নাই তবুওতো রেস্ট নাই
দিনে দিনে বেড়ে গেল শঙ্কা
ওপাশের গলিতে আজি পাওয়া গেল একজন
যা ছিল সুদূর উহানে তা আজ এসে গেল সন্নিকটে
ঘরেতে বৃদ্ধ বাবা তার জন্যই টেনশন বেশি
একটি ছোট ছেলে দিনমান চার দেয়ালে বন্দি
এ কেমন সময়
বদলে দিল সব হিসাব নিকাশ গোটা বিশ্বের
ইতিহাসে লেখা রবে
যদি মানুষ বেঁচে রয়।
যতই মুখে বলি করোনাতঙ্ক নয়
তবুও মন মানে কি?
জানি না বদলে যাওয়া পৃথিবীটা কেমন হয়।
স্বপ্ন দেখি
সমতার পৃথিবী হবে, সব মানুষের সম অধিকার হবে।
নিপিড়িত জনতার মুক্তি মিলবে এবার
মানুষই অমূল্য রতন ভবের হাটে
মানুষ সে কথাটি বুঝবে।

Advertisement
উৎসShupti Jaman
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় অগ্নিকান্ডে ৮ টি ঘর ভস্মীভুত,নয় লাখ টাকার খতি
পরবর্তী নিবন্ধপ্রার্থনাগীত -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে