“ও ঘাসের পাতা, ও মৃত্তিকাদল” -বিপুল অধিকারী’র কবিতা

0
571
bipul

ও ঘাসের পাতা, ও মৃত্তিকাদল
-বিপুল অধিকারী

একদিন চলে যাবো–

ঘাসপাতারা দেবে আশ্রয়;
মৃত্তিকা পেতে দেবে শয্যা–শীতল পরশ!

প্রিয়জন ডেকে ডেকে মাথায় তুলবে পাড়া;
তবুও পাবে না সাড়া–পাবে না সাড়া!

একদিন চলে যাবো–

সিথানে হাঁটু গেঁড়ে পড়বে বসে সকল আলো,
আর ধেয়ে আসবে চোখে চোখে প্রবল আঁধার!

ও ঘাসের পাতা, ও মৃত্তিকাদল,
কাছেই থেকো–আশ্রয় রেখো–রেখো শীতল পরশ!

একদিন চলে যাবো–


৯ ফেব্রুয়ারি ২০২০
ঢাকা

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’র মাসিক ১১০তম আসর !- বেনজির সিকদার
পরবর্তী নিবন্ধকামরুল ইসলামের দুইটি কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে