ও ঘাসের পাতা, ও মৃত্তিকাদল
-বিপুল অধিকারী
একদিন চলে যাবো–
ঘাসপাতারা দেবে আশ্রয়;
মৃত্তিকা পেতে দেবে শয্যা–শীতল পরশ!
প্রিয়জন ডেকে ডেকে মাথায় তুলবে পাড়া;
তবুও পাবে না সাড়া–পাবে না সাড়া!
একদিন চলে যাবো–
সিথানে হাঁটু গেঁড়ে পড়বে বসে সকল আলো,
আর ধেয়ে আসবে চোখে চোখে প্রবল আঁধার!
ও ঘাসের পাতা, ও মৃত্তিকাদল,
কাছেই থেকো–আশ্রয় রেখো–রেখো শীতল পরশ!
একদিন চলে যাবো–
—
৯ ফেব্রুয়ারি ২০২০
ঢাকা
Advertisement