নাটোরকন্ঠ
কবি কংকন অনিন্দিতা সেন’র কাব্যগ্রন্থ “নির্ঘুম রাত্রিবাস” এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ‘যুগসাগ্নিক’ পত্রিকা আয়োজিত মুক্তমঞ্চের অনুষ্ঠানে ‘মউল’ উন্মোচন করতে চলেছে, অনিন্দিতা সেনের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘নির্ঘুম রাত্রিবাস’ আগামী শনিবার ১লা ফেব্রুয়ারি বেলা ৩টের সময় বইমেলার মুক্তমঞ্চে প্রকাশ পাবে। কাব্যগ্রন্থটি বইমেলার প্রেস ক্লাবের কাছে ১৫৪ নং স্টলে পাওয়া যাবে। প্রচ্ছদ শিল্পী – নচিকেতা, প্রকাশনী -মউল। “স্টলের নাম জনস্বার্থ বার্তা” ,
কবি নিজের যাপনের সাথে নিজেই কথা বলেছেন,সমগ্র যাপনের অনুভূতি কে আঁকড়ে ধরেছেন শব্দমালায় গাঁথুনিতে কখনো প্রতিবাদ, কখনো প্রেম, কখনওবা দ্রোহ আবার কখনো প্রকৃতির কাছে আত্মসমর্পণ করেছে তাঁর কবিতার ভাষা ও নির্মাণ…
Advertisement